• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১২ রবিউস সানি ১৪৪৬

সাতক্ষীরার তালায় কাঁচা সবজির তীব্র সংকট


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪৪ পিএম
সাতক্ষীরার তালায় কাঁচা সবজির তীব্র সংকট

সাতক্ষীরার তালা উপজেলা হাটগুলোতে কাঁচা সবজির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সরজমিনে দেখা যায়, উপজেলার জাতপুর বাজার, পাটকেলঘাটা বাজার, তালা বাজার, দলুয়া বাজার, শুভাশুনি বাজার, আঠারোমাইল বাজার, মির্জাপুর বাজারে নেই কোনো সবজি। টমেটো, বেগুন, পটল, ঝিঙ্গা, কাঁচা মরিচের দেখা মেলেনি দোকানগুলোতে।

জানা গেছে, জলাবদ্ধতার কারণে কৃষকরা শীতকালীন সবজি যেমন মুলা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি চাষ করতে পারেননি।

তালার আটারই কৃষক নাইম সরদার বলেন, “এ বছর ভারী বৃষ্টির কারণে বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না। তাই এ সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে শীতকালীন সবজি উঠতে দেরি হবে।”

তালা বাজার কাঁচা মাল ব্যবসায়ী শহীদুল মোড়ল জানান, ১১ সালের পর থেকে ভালোভাবে ব্যবসা করে আসছিলাম। হঠাৎ এ বছর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কাঁচা মাল বাজারে কম আসছে। আর দাম অনেক। যার কারণে ব্যবসা আগের মতো হচ্ছে না।”

Link copied!