• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানা বন্ধ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৭:১৭ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানা বন্ধ

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে সাতক্ষীরার তালায় একটি কারখানা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ওই কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে তালা সদরের আটারই গ্রামে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকার পরেও সেমাইয়ের প্যাকেটে প্রতিষ্ঠানটির লোগো ও ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনডিসি বাপ্পি দত্ত রনি জানান, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্যালি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!