• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৬:০৩ পিএম
নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলায় হাজীপাড়া এলাকার সুরমা নদী থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, স্ত্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড় জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদরের পশ্চিম হাজীপাড়া এলাকার সুরমা নদীতে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টিল বড়ি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রি-পিস, পায়জামা, মকমল ও থান কাপড় আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।

Link copied!