অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন নতুন ৩ সদস্য। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তারা। তাদের একজন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন।
তবে সেখ বশীর উদ্দিনকে উপদেষ্টা করায় যশোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রোববার রাত ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে দড়াটানা চত্বরে পথসভার আয়োজন করা হয়। এসময় সেখ বশিরের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, “সেখ বশির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন। ছাত্র-জনতার ওপরে হত্যা-নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকায় মামলাও হয়েছে। ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা নিয়োগ দেওয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়।”
সমন্বয়ক রাশেদ খান বলেন, “রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় জনগণ। আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মেনে নেবে না তারা।”
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠান শেষ হলে সংগঠনটি সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করায় বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। সেখ বসির উদ্দিনের আরেক ভাই সেখ আফিল উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ছিলেন।