• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৬:০৭ পিএম
অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

রংপুর নগরীর মাহিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে ঘণ্টাখানেক সময় যান চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন ও চালকদের যথাযথ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানান।

নিহত দিনা মাহিগঞ্জের খোর্দ রংপুর এলাকার দোলন মিয়ার মেয়ে এবং আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর দিনা রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত ইরা বলে, “প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আমরা চাই, দ্রুত স্পিড ব্রেকার বসানো হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।”

শরিফুল ইসলাম নামের এক অবরোধকারী বলেন, “এই রাস্তায় চলাচলকারী বেশিরভাগ অটোরিকশা চালকের বৈধ লাইসেন্স নেই। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যা দুর্ঘটনার মূল কারণ। আমরা চাই অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Link copied!