লালমনিরহাট সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেহের আলী (৫৭) নামের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মেহের আলী ওই এলাকার গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে ওই স্কুলছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এসময় পাশে তামাকক্ষেতে কাজ করছিলেন মেহের আলী। তখন ওই স্কুলছাত্রীকে দেখে তামাকক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মেহের আলীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন। মেহের আলীর বিরুদ্ধে গ্রামে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণচেষ্টা ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।