• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৪:৪৯ পিএম
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে। রায়হান পদমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়হান আলী ও তার ভাই ট্রাক্টরে করে যাদুরানী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রায়হান চলন্ত ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!