• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

সাদ্দামের লাশ মিলল সেপটিক ট্যাংকে


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০২:৫০ পিএম
সাদ্দামের লাশ মিলল সেপটিক ট্যাংকে
মীর হোসেন ওরফে সাদ্দাম

নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) নামের সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করা হয়।

মীর হোসেন ওরফে সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের মালিকানাধীন রড সিমেন্টের দোকান সোলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাদ্দাম। এরপর তার পরিবার মৌখিকভাবে বেগমগঞ্জ থানায় বিষয়টি জানায়। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকটি শিশু। সেখানে তারা একটি সেপটিক ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের দুটি দল দুপুর ১২টা ১৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এজাহার পেলে মামলা রুজু করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!