পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিন সিটির চারতলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত রাশিয়ান নাগরিক পোস্তারুক কেসনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার পরপরই গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওসি শহিদুল ইসলাম জানান, রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিন সিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি পরে জানা যাবে।