• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ধানের চাতালে রাসেলস ভাইপার, এলাকায় আতঙ্ক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৪, ১১:০০ এএম
ধানের চাতালে রাসেলস ভাইপার, এলাকায় আতঙ্ক
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার কদিমছিলান ইউনিয়নের ঘাটছিলান গ্রামে ধানের চাতাল ধরা পড়ল বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের। এতে উপজেলার সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে।  
স্থানীয় লোকজন জানান, শুক্রবার (২১ জুন) বিকেলে লালপুর উপজেলার ঘাট ছিলান গ্রামে ধানের চাতালে একটি রাসেলস ভাইপারের বাচ্চা দেখতে পান তারা। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন ধরে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে।
লালপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, চন্দ্রবোড়া একটি বিষধর সাপ। এ সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। 
ঈশ্বরদী এলাকার কৃষক রাজিব বলেন, “গত ১৬ মে আমার জমিতে ধান কাটতে গিয়ে দেখি ধানের মুঠির নিচে একটি সাপ শুয়ে আছে। সবাই মিলে সাপটিকে মেরে ফেলি। পরে দেখি এটি একটি বিষধর রাসেলস ভাইপার।”

Link copied!