• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৪:৪৯ পিএম
শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
পল্লী চিকিৎসক আতাহার মাহমুদ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে শখের বশে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে আতাহার মাহমুদ (৪৪) নামের পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলা সদরের ঢেপা নদীর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাহার মাহমুদ পৌরসভার বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৃত কুদ্দুসের ছেলে। আতাহার পল্লী চিকিৎসক হিসেবে জীবিকা নির্বাহ করতেন।

নদী থেকে আতাহার মাহমুদের লাশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শখের বশে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢেপা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান আতাহার মাহমুদ। এ সময় জাল ফেলতে গিয়ে প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান তিনি। রাতেই তার সহকারী ফেরদৌস বাড়িতে খবর দেন। আজ শুক্রবার ভোরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় জালসহ উদ্ধার করেন।

Link copied!