• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

অবশেষে রুবেল গ্রেপ্তার


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:২৬ পিএম
অবশেষে রুবেল গ্রেপ্তার
সাইফুল ইসলাম রুবেল

গত ৪ আগস্ট কুমিল্লার দেবীদ্বার পৌর সদরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে দেবীদ্বারের প্রেমুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। সাইফুল ইসলাম রুবেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক ও উপজেলার প্রমুর গ্রামের সফিকের ছেলে। অভিযোগ রয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট এলাকায় রুবেল একাই দুই শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক রুবেল (৩৩) নিহত হয়। এ ঘটনায় সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা করা হয়।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশের একটি টিম।

Link copied!