• ঢাকা
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:১৮ পিএম
অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ হুসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মোহাম্মদ হুসেন টেকনাফ উপজেলার ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে।

৮-এপিবিএন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির জাফর বলেন, শনিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে এগিয়ে গেলে লোকটি পরপর ২টি ফাঁকা গুলি ছোঁড়েন। পরে খবর পেয়ে এপিবিএনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির দেহতল্লাশি করে দেশীয় তৈরি ১টি বন্দুক ও ২টি গুলি পাওয়া যায়।

এপিবিএন কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।”

Link copied!