• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০২:৫৭ পিএম
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট নামের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জুন ও জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। এ ছাড়া গত দুই বছরের ছুটি ভাতাও দেয়নি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে দুপুরে কারখানা কর্মকর্তা ও মালিকপক্ষ কারখানা থেকে চলে যান। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

Link copied!