• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শেষ হয়নি সড়ক উন্নয়ন কাজ, ঈদযাত্রায় যানজটের শঙ্কা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:০১ পিএম
শেষ হয়নি সড়ক উন্নয়ন কাজ, ঈদযাত্রায় যানজটের শঙ্কা

আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।

পরিবহন চালকেরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের এ ধীরগতি। আর যাত্রীরা বলছেন, সঠিক তদারকি হলে প্রতিবছর মহাসড়কে তাদের এ দুর্ভোগ পোহাতে হতো না। তবে নির্মাণ কাজের ধীর গতির কথা অস্বীকার করে যথাযথভাবেই কাজ হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গার পর থেকে বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত শ্রমিক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গগামী লেনে পুরোদমে কাজ চলছে। বিশেষ করে ব্রিজের কাজ চলে দ্রুত গতিতে। ঢাকাগামী লেন দিয়ে যানবাহন চলাচল করছে।

মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় ব্রিজের কাজ করছিলেন শ্রমিক সেলিম মিয়া। সংবাদ প্রকাশকে তিনি বলেন, “ঈদের আগে ব্রিজের কাজ শেষ করতে হবে। আমরা আটজন শ্রমিক মিলে এখানে সার্বক্ষণিক কাজ করছি। আশা করছি যথা সময়ে কাজ শেষ করতে হবে।”

উত্তরবঙ্গগামী বাসচালক ফরহাদ হোসেন বলেন, “মহাসড়কে পুলিশের সঠিক তদারকি প্রয়োজন। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলছে। কাজ শেষ না হলে এবারও মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে। গত বছরও এই মহাসড়কে দিয়ে যানজট হয়েছিল। প্রতিবছরই আমাদের যানজটের কবলে পড়তে হয়।”

আরেক বাসচালক করিম চৌধুরী বলেন, “সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে এবারও মহাসড়কে যানজটের হবে। মহাসড়কে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ৫ আগস্টের পর সারা দেশে পুলিশের ভূমিকা কম লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে যদি পুলিশ মহাসড়কে যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে যানজট হবে।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেঞ্জার রবিউল আওয়াল সংবাদ প্রকাশকে বলেন, “এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ঈদের আগেই মহাসড়কের এই অংশের উত্তরঙ্গগামী পুরো লেন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। আশা করছি আগামী ২৫ তারিখ থেকে এই লেনে যানবাহন চলাচল করতে পারবে।”

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান সংবাদ প্রকাশকে বলেন, “ঈদের ১০ দিন আগে থেকে মহাসড়কের মেরামতের কাজ বন্ধ থাকবে। এছাড়াও গোবিন্দাসী সড়ক দিয়ে যানবাহন চলাচলের জন্যও প্রস্তত রাখা হবে।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সংবাদ প্রকাশকে বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য ২টি করে আলাদা বুথ থাকবে।”

এদিকে নির্বিঘ্নে যান চলাচলের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়কে পুলিশের কয়েকটি টিম।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ প্রকাশকে বলেন, “ইতোমধ্যে আমরা যানজট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছি। যানজট নিরসনে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটারে জেলা পুলিশের সাড়ে সাতশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহাসড়কে মোবাইল টিম ও প্রিকেট টিম কাজ করবে। এ ছাড়া মহাসড়কে ৪টি সেক্টর ভাগ করা হয়েছে।”

পুলিশ সুপার আরও বলেন, “আগামী ২৫ মার্চ থেকে মহাসড়কে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করবে। ঈদের পরেও যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করবে। আশা করছি মহাসড়কে যানজট বা অন্য কোনো সমস্যা হবে না।”

Link copied!