গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা মঙ্গলবার (১১ মার্চ) বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
পুলিশ জানায়, ওই কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন বাকি রয়েছে। বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস তারা দাবি করে আসছিলেন।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের খবর পান। এ সময় শ্রমিকরা একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।