ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সড়কের ওপর লবণ ছিটিয়ে ও কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে কক্সবাজারের লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা।
এতে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, “লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদের লাভের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে ম্যানেজ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে।”
সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া বলেন, “লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করে না দিলে আপাতত ক্ষণিকের জন্য অবরোধ করা হয়েছে, তখন পুরো কক্সবাজার অচল করে দেওয়া হবে।”
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম, এস এম মনজুর প্রমুখ। অবরোধ কর্মসূচিতে সহস্রাধিক লবণ চাষি অংশ নেন।