• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৫:১৮ পিএম
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানা শ্রমিকরা বাইপাইল গোলচত্ত্বর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

বিক্ষোভের কারণে সকাল থেকেই নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে রেখেছে। পরে বিজিএমইএ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১৭বার সময় নেওয়া হয়। কিন্তু ১৭বার সময় নিয়েও বেতন পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বলেন, “সকাল থেকে শ্রমিকরা পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে শ্রমিকদের সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এখনো সড়ক অবরোধ করে রেখেছেন তারা।”

Link copied!