• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার কুমিল্লায় রিজভীর মিছিল


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:২৬ এএম
এবার কুমিল্লায় রিজভীর মিছিল
রিজভীর নেতৃত্বে মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করতে এবার কুমিল্লায় গেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের পদত্যাগের এক দফা দাবি, অসহযোগ আন্দোলন ও অবরোধ সফলে কুমিল্লায় গিয়ে নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল করেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন তিনি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুটে বিদেশে পাচার করেছে আওয়ামী লুটেরা সরকার। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা। আজকে দেশের অর্থনীতির কী করুণ পরিণতি!

একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা-নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করছে। আর এসবের দোষ চাপানো হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর। যা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।

রিজভী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনও লাভ হবে না। তাদের ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে জনগণ সাড়া দিয়ে বলছেন— আওয়ামী লীগ আর না, ডামি নির্বাচনে ভোট দেব না।”

এসময় রিজভী দেশের জনগণ, ভোটার ও সচেতন নাগরিকদের কাছে ভোট বর্জন ও এবং ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করার উদাত্ত আহ্বান জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি  ফারুক আহমদ, জেলার সহসভাপতি মুন্জুরুল ইসলাম, চান্দিনা উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, মেঘনা বিএনপি নেতা সেকান্দর হোসাইন, কাজল, মহিউদ্দিন, সোহাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে গত ১২ ডিসেম্বর সকাল থেকে ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচির পর বিএনপি আর কোনো অবরোধ দেয়নি। তবে এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় র‍্যালি ও ১৯ ডিসেম্বর হরতাল পালন করে দলটি।
 

Link copied!