• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোণায় নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৭:৪৬ পিএম
নেত্রকোণায় নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

নেত্রকোণায় বৃষ্টি আর উজানের ঢলে প্রধান ৪টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় তা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টা নাগাদ উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, জেলার প্রধান নদী উব্ধাখালি ছাড়াও কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উবাধাখালি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে ২৭ সেন্টিমটার ওপর দিয়ে বইছে।

কংশ নদের পানিও জারিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে ও  পাহাড়ি নদী সোমেম্বরীর পানি বেড়ে দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার এবং বিজযপুর পয়েন্টে ৪ দশমিক ৪ মিটার নিচ দিয়ে বইছে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। তেমনভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর নেই। তবে, বন্যা হওয়ার আশঙ্কায় তা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওপর মহলে জানানো হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবার ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন সতর্ক রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!