• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যাত্রী সেজে রিকশা ছিনতাই করতেন সাগর


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৬:৫৭ পিএম
যাত্রী সেজে রিকশা ছিনতাই করতেন সাগর
ছিতাইকারী চক্রের সদস্য সাগর গ্রেপ্তার। ছবি : প্রতিনিধি

সাভারে ছিতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ছিতাইকারীর নাম সাগর মিয়া। তিনি সাভার পৌর এলাকায় রেডিও কলোনী মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় সাভার পৌর এলাকার ছায়াবীথি থেকে জামসিং যাওয়ার জন্য দুই ব্যক্তি রিকশায় ওঠেন। পরে জামসিং থেকে ওই দুই যাত্রী আরও একজনকে রিকশায় তুলে রিকশাচালকে জামসিং পুকুর পাড়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পর তারা রিকশাচালকে মারধর করে রিকশা রেখে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক আব্দুল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূইয়া বলেন, “গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মাদক ও একটি দস্যুতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”

মজিবুর রহমান আরও জানান, ছিনতাইকৃত রিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Link copied!