• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

রিকশাচালকের জমি দখলের হুমকি, বিএনপি নেতা বললেন, ‘রাগে বলেছি’


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৩:২৭ পিএম
রিকশাচালকের জমি দখলের হুমকি, বিএনপি নেতা বললেন, ‘রাগে বলেছি’

গাজীপুরের কালীগঞ্জে এক অটোরিকশা চালককে তার জমি থেকে উচ্ছেদ ও দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আহমদুল কবির খান নাঈম। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ব্যাটারিচালিত অটোরিকশা চালক হৃদয় জানান, জমি সক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাওয়ান এলাকার মুনসুর আলীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে। এ ঘটনায় মামলাও করা হয়েছে। তবে সমস্যার সমাধান হয়নি। পরে মীমাংসার কথা বলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাঈম চারটি সাদা স্ট্যাম্পে হৃদয়, তার মামা ও খালার স্বাক্ষর নেন।

গত ১২ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ ওই জমি দখল করে বাউণ্ডারি করছিলেন মুনসুর আলী। এতে হৃদয়ের পরিবার বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে এ নিয়ে স্থানীয় হোসেন আলীর মোবাইলে হৃদয় ফোন দিয়ে ঘটনার বিষয় জানায়। এ সময় হোসেনে আলীর কাছ থেকে মোবাইলটি নিয়ে নাঈম হৃদয়কে অকথ্যভাষায় গালিগালাজ করে বলেন, “আর বাড়াবাড়ি করবি না। মানুষ চিনস। তোকে একদম মেরে ফেলব। তোর পোল্ট্রি ফার্ম ভেঙে উচ্ছেদ করে দিমু।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নাঈম বলেন, “বিচারের প্রয়োজনে স্ট্যাম্পে দুপক্ষের স্বাক্ষর নেওয়া হয়েছে।” হত্যার হুমকি ও উচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করে বলেন, “রাগের বশীভূত হয়ে এমনটা করেছি।”

Link copied!