মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় রাশিদুল ইসলাম রাশিদ (৫০) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশিদুল হোগলডাঙা গ্রামের মৃত কওছার আলী মোল্ল্যার পুত্র।
নিহত রাশেদুল ইসলামের চাচাতো ভাই টুটুল মোল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর রাশিদুল স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে গ্রাম্য প্রতিপক্ষের লোকজন তাকে রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
টুটুল বিশ্বাস বলেন, “গ্রামের হান্নান মোল্লা গ্রুপের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। তারা পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।”
মাগুরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রামদা এবং সড়কি দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহ মাগুরা হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।