চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় হত্যার পর ছয় টুকরা করা শিশু আলিনা ইসলাম আয়াতের খণ্ডিত পা দুটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী রোডের স্লুইসগেটের পাশ থেকে আয়াতের দেহাংশ উদ্ধার করা হয়।
পিবিআই মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিবিআই মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা রিমান্ডে থাকা আবীরকে নিয়ে পা দুটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন।
এর আগে, ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি বিষয় পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আয়াতের বাবা সোহেল রানা।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, “মুক্তিপণ দাবির উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করেন তাদের সাবেক ভাড়াটে আবীর আলী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে (আবীর) বৃহস্পতিবার রাতে আটক করা হয়। হত্যার কথা স্বীকার করেছেন আবীর।”
নাঈমা সুলতানা আরও বলেন, “আবীর জানিয়েছেন, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে তিনি অপহরণের চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে আয়াতকে শ্বাসরোধে হত্যা করেন আবীর। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরা করেন। পরে খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় সাগরে ফেলে দেন।”