• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদ উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৮:০৬ এএম
ঈদ উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এই ২৪ জন এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছেন।

শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আরও দুই জনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।

Link copied!