ফরিদপুরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম থাকায় অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাজার কর্মকর্তা, বাজারের ব্যবসায়ী নেতা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজী শরীয়তুল্লাহ বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও পাকা রশিদ দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় সততা ও শিকদার ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করাসহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়।