পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:২৪ পিএম
পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ
ফরিদপুরের মানচিত্র। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হামজা শেখ (২৯) পলাতক রয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও  শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে আম বাগানে বাড়ির ৩ শিশু খেলা করছিল। এ সময় হামজা শিশুটিকে পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখায়। পরে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে বাকি দুই শিশু খারাপ কিছু হয়েছে টের পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন দৌড়ে গেলে ধর্ষক হামজা পালিয়ে যান। পরে শিশুটিকে সন্ধ্যার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

আসাদউজ্জামান বলেন, “একটি শিশু ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জেনে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!