সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাহকের টাকা নিয়ে পালানো জনতা ব্যাংকের সেই পিওন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
রঞ্জু শাহজাদপুর পৌরসভার পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে।
এর আগে সোমবার (১০ জুলাই) ভোর ৬টার দিকে গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন রঞ্জু।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, রঞ্জু ২০০৩ সালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখায় পিওন কাম পরিচ্ছন্নতাকর্মী পদে (No Work, No Pay) যোগদান করেন। ২০০৭ সালে সে তার কাজের পাশাপাশি ব্যাংকে একাউন্ট খুলতে আসা ব্যক্তিদের ফরম পূরণ করে দিতেন।
এমতাবস্থায় ২০১৬ সালে রঞ্জু ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণ পরিশোধ করার জন্য বিভিন্ন এনজিও থেকে তিনি আরও প্রায় ২০ লক্ষ টাকা ঋণ নেন। তাকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ হাজার টাকা কিস্তি দিতে হত। এরপর সে ২০২২ সালের শুরুর দিকে গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে টাকা নেওয়ার পরিকল্পনা করেন।
কামরুজ্জামান বলেন, “আমরা অল্প সময় তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছি। এরপরও আমরা তদন্ত করে দেখছি তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না। এছাড়া ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করছেন।”