• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আগামী মাসে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটি


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩৭ পিএম
আগামী মাসে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটি

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটন নগরী রাঙামাটি। এছাড়া ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমণে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হবে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।

মোশারফ হোসেন আরও বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদোক্ত্যা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এর আগে গত ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকদের ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!