যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপবিদ্যুৎকেন্দ্রটি।
হঠাৎ করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। বাগেরহাটসহ এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে।
আনোয়ারুল আজিম বলেন, “কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।”
বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আরও বলেন, বর্তমানে কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে, যা এখন পথে রয়েছে। দ্রুত সমুদ্রপথে বিদ্যুৎকেন্দ্রে এসে তা পৌঁছাবে।