• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, বিপাকে নিম্ন আয়ের মানুষ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:২৮ পিএম
বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। ছবি : প্রতিনিধি

ফরিদপুরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। রাত থেকে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে জেলার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। 

রোববার (১৪ জানুয়ারি) ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসের কারণে কাজের বের হতে পারছে না মানুষ। বিশেষ করে এমন অবস্থায় বিপাকে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ। পেঁয়াজ চাষিরাও উৎকণ্ঠায় আছেন। হঠাৎ এমন আবহাওয়ায় পেঁয়াজের চারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষক মনির হোসেন, সাদেক খাঁন ও ইয়ার আলী বলেন, “অনেক ঠান্ডা আর ঘন কুয়াশার সঙ্গে পড়ছে বরফের মতো বৃষ্টি। সন্ধ্যার পর ঠান্ডার দাপটে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সকাল-সন্ধ্যা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে। হতদরিদ্র লোকজনের অবস্থা চরম শোচনীয় হয়েছে। এছাড়া আমাদের রোপণকৃত পেঁয়াজের হালিতে পঁচন দেখা দিচ্ছে।”

অটোরিকশার চালক কাশেম মিয়া বলেন, “শীতের কারণে রাস্তায় লোকজন একেবারে কম। তবুও বের হইছি। ঘরে বসে থাকলে তো পেট চলবে না।”

ফরিদপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জাহাঙ্গীর আলম বলেন, ফরিদপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা আরও দুদিন থাকতে পারে। 

Link copied!