• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৫:০১ পিএম
তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

তীব্র তাপপ্রবাহের কারণে গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন বেঁকে গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে আপ রেললাইনটি বেঁকে যায়। পরে বিষয়টি টের পেয়ে দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই অংশ মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে চলে গেছে।

এছাড়া ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

Link copied!