লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ২টার দিকে বুড়িমারী উফারমারা গ্রামের এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ফাটল দেখতে পান।
জানা গেছে, দুপুরে পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনটি পাটগ্রাম রেলস্টেশন অতিক্রম করার পর পাটগ্রাম-বুড়িমারী রেলপথের খারিজা উপেন চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রেললাইনে ফাটল দেখতে পান এক ব্যক্তি। তিনি তাৎক্ষণিক বিষয়টি রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।
জানা গেছে, ১৮৭৯ সালে পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী লাইনের তিস্তা জংশন দিয়ে রেল যোগাযোগ চালু হয়। সর্বশেষ ২০১২ সালে মিটারগেজ আওতাধীন বুড়িমারী টু লালমনিরহাট পর্যন্ত আবারও নির্মাণ করা হয়।
বর্তমানে নিয়মিত বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর ও সান্তাহারগামী, বুড়িমারী কমিউটার-১, বুড়িমারী কমিউটার-২, লোকাল এবং করতোয়া এক্সপ্রেস চলাচল করে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।