• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৯:২৬ পিএম
সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটোয়ারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি সিলেট জেলার কটালপুর নামক এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া স্টেশন থেকে সিলেটের কটালপুরের উদ্দেশে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। আর ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে রাখা হয়েছে। রেললাইন থেকে ছিটকে যাওয়া বগি উদ্ধারের পর আবারও রেলযোগাযোগ স্বাভাবিক করা হবে।

Link copied!