কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড় এলাকায় এই অভিযান চলছে। এ সময় আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
ইমরান খান বলেন, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড় এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় র্যাব অভিযান চালিয়েছে। এতে আরসার সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় চলছে।
তিনি আরও বলেন, উখিয়ার গহিন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।