• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

‘র‌্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক করতেন সাগর, অতঃপর জানা গেল…


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৩:২৫ পিএম
‘র‌্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক করতেন সাগর, অতঃপর জানা গেল…

‘র‌্যাবের অফিসার’ পরিচয় দিয়ে একের পর এক নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সাগর বগুড়া সদরের হাজরাদীঘি দাড়িয়াল এলাকার আব্দুল হান্নানের ছেলে।

অভিযানের সময় সাগরের কাছ থেকে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ড ডিক্স, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোড়া এবং বার্মিজ চাকুসহ আরও কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, সাগর মূলত নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন ‘র‌্যাব পরিচয়ে’। তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করিয়ে তুলে নিতেন ভিডিও। এরপর সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, সাইবার অপরাধ এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এসব প্রতারকদের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাগরের মতো প্রতারকরা আইনের ফাঁক গলে বের হতে পারবে না।

Link copied!