• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কাতার প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৪:৪৫ পিএম
কাতার প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় শয়নকক্ষে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক কাতার প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকার মো. মাসুদ রানার ছেলে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে সাজ্জাদের লাশ উদ্বার করে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, “ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই থাকতো। এক ভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পরই নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।”

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বলেন, পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজ, খালাত ভাই আবু বকর ও প্রতিবেশি সিএনজিচালিত অটোরিকশা চালক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 
 

Link copied!