• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুকুর খনন করে জরিমানা গুনলেন ১০ হাজার টাকা


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৩:৪২ পিএম
পুকুর খনন করে জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

নওগাঁর মান্দা উপজেলার ফতেপুর গ্রামে পুকুর খনন ও গ্রামীণ পাকা রাস্তা নষ্ট করার অপরাধে পুকুর মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ মে ) সন্ধ্যায় মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জাকির মুন্সি বলেন, “ফতেপুরে বিনা অনুমতিতে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে। এছাড়া এসব মাটি  ট্রাক্টরে বহন করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ায় গ্রামীণ কাঁচাসড়ক ও রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাস্তা নষ্ট হওয়ার অপরাধে জমির মালিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।” 

Link copied!