• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০, ১০ রমজান ১৪৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৩:২৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রায় সোয়া এক ঘণ্টা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুইপাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা সবাই মাগুরার শিশুটির ধর্ষণের ঘটনা জানি। এমন অনেক ধর্ষণ হয়, যার খবর বাংলার মানুষ জানে না। ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০-২০ হাজার টাকা দিয়ে, হুমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে তাদের ফাঁসির রায় কার্যকর করা দরকার, যাতে কেউ ধর্ষণ তো দূরের কথা, চিন্তাও না করতে পারে।”

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, “ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।”   

Link copied!