• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৫৯ এএম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

জামালপুরের ইসলামপুর উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচরে ঝটিকা মিছিলটি বের হয়।

এদিকে ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জানা গেছে, সোমবার ১৬ ডিসেম্বর উপজেলার গোয়ালের চরের সভারচর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একটি মিছিল করেন। গোয়ালেরচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে লাইভ করেন ওই মিছিল।

এ খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে জামালপুর শহরের প্রধান সড়ক বুড়ির দোকান মোড়ে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সুপারের আশ্বাসে অবরোধে তুলে নেন শিক্ষার্থীর।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Link copied!