• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রামে প্রাইভেট কারে দুর্বৃত্তদের গুলি, নিহত ২


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১০:৪৬ এএম
চট্টগ্রামে প্রাইভেট কারে দুর্বৃত্তদের গুলি, নিহত ২
ঘটানাস্থল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মোটরসাইকেলে এসে প্রাইভেট কারে থাকা লোকদের ওপর গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবদুল্লাহ্ ও মানিক। হৃদয় ও রবিন নামে আরও ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতরা সবাই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মানিক পেশায় একজন প্রাইভেট কার চালক। সরোয়ার নামে এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন তিনি। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। নিহত আবদুল্লাহর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, “এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। দুইজনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে নগরীর এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেট কারকে তাড়া করে। চলন্ত প্রাইভেট কারকে লক্ষ্য করে একপর্যায়ে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারে থাকা চারজনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম।

আমিরুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ দুইজনের লাশ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং আহতরা সবাই প্রাইভেট কারে ছিল। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

Link copied!