• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৫

গর্ভবতী নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:৩৫ পিএম
গর্ভবতী নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
মাদবদী থানা। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী পূর্বের একটি অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি অবস্থায় ছিল। গত ১৯ ফেব্রুয়ারি পাঁচদোনার আসমান্দির এলাকার ইকবাল হোসেন নামে এক ব্যক্তি ফোন করে তার কাছে পাপ্পু নামে ভালো একজন উকিল আছে, সে তার স্বামীকে ছাড়িয়ে দিতে পারবে জানিয়ে তাকে পাঁচদোনায় আসতে বলে। পরে সে পাঁচদোনায় গেলে ইকবাল হোসেন সেখানেই একটি মার্কেটের রুমে পাপ্পুর কাছে নিয়ে যায়। সেখানে প্রথমে ইকবাল হোসেন তাকে ধর্ষণ করে। এরপর পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে পাপ্পুসহ আরও তিন অজ্ঞাতনামা ব্যক্তি পরবর্তী ৩ দিন গণধর্ষণ করে। 

সেখান থেকে ছাড়া পেয়ে স্বামীর উপস্থিতিতে শনিবার থানায় লিখিত অভিযোগ করে। পরে সেখানে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী ও নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইকবাল হোসেন (৪৩) পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা ও জয়নাল আবেদীনের ছেলে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!