• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেরপুরে বন্যার্তদের পাশে প্রবাসী দুলাল


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৩:৪০ পিএম
শেরপুরে বন্যার্তদের পাশে প্রবাসী দুলাল

শেরপুরের নালিতাবাড়ী ও নকলায় বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাপান প্রবাসী দুলাল চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী হাজারো বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় ।

নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, “আমাদের এলাকায় এমন বন্যা গত ৩৫ বছরেও হয় নাই। এবারের বন্যায় জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দেখা দেয় খাদ্য সংকট। এমতাবস্থায় এলাকার কৃতি সন্তান দুলাল চৌধুরী বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ পর্যন্ত তার আর্থিক সহায়তায় নকলা ও নালিতাবাড়ীর ১৬টি ইউনিয়নে শতাধিক গ্রামের অন্তত ৪০ হাজার মানুষের মাঝে নানা ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।“

নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান লিটন বলেন, “ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার আদিবাসী অধ্যুষিত এলাকা চারআলি, বারোমারি, দাওধারা ও কচুপাড়াসহ আরও বেশ কয়েকটি এলাকায় বাঙালি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের মাটির বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুলাল চৌধুরীর নির্দেশে আমাদের দলীয় কর্মীরা ভুক্তভোগীদের তালিকা তৈরি করছে। পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।“

হাবিবুর রহমান লিটন আরও বলেন, “গত ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলাজুড়ে ভারী বর্ষণ হয়। এতে ব্রহ্মপুত্রসহ চারটি নদীর পানি বৃদ্ধির সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। জেলার ৫টি উপজেলায় ৩৩টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে দুই লক্ষাধিক মানুষ। বর্তমানে পানি কমলেও দুর্ভোগ পিছু ছাড়েনি বন্যাকবলিত এলাকার মানুষের।”

Link copied!