• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

নির্বাচন-পরবর্তী সহিংসতা : গুলিতে একজন নিহত


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১০:২৫ এএম
নির্বাচন-পরবর্তী সহিংসতা : গুলিতে একজন নিহত

গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলীয়ায় উপজেলা নির্বাচন-পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওয়াছিকুল ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় বিজয়ী চেয়ারম্যান এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের ভাষ্য, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এসময় গোলাগুলি হলে হতাহতের ঘটনা ঘটে।

পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলী ভূঁইয়া বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার সুযোগ খুঁজছিল কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। আজ তাঁরা রাতের অন্ধকারে হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ নিয়ে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। 

Link copied!