শরীয়তপুর সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালে বেশ কিছু অনিয়ম উঠে আসে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৪ ঘণ্টাব্যাপী হাসপাতালের অভিযান পরিচালনা করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু।
দুদক কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে রোগীর ছদ্মবেশে হাসপাতালে যান দুর্নীতি দমন কমিশনের দুই সদস্য। এসময় হাসপাতালের বহিঃবিভাগে রোগীদের চিকিৎসা ফি ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়ার বিষয়টি উঠে আসে। পরে দুদক কর্মকর্তা ও তাদের যৌথ একটি দল হাসপাতালের ঔষধের স্টোর রুম, বিতরণ কক্ষ এবং রন্ধনশালা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং পরিমানে কম দেওয়ার বিষয়টি উঠে আসে। এছাড়া স্টোররুমে রোগীদের সরবরাহকৃত ঔষধে গরমিলসহ নানা অনিয়মের সত্যতা পায় দুদক। অনিয়মের বিষয়গুলো সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে তুলে ধরেন। এছাড়া এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, “হাসপাতালে রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হচ্ছিল, তা মানসম্মত নয় এবং খাবারের তালিকায় থাকা ১৫০ গ্রাম করে মুরগীর মাংস দেওয়ার কথা থাকলেও আমরা পরিমাপ করে সেখানে মাত্র ৩০ গ্রাম পাই। এছাড়া মেডিসিন স্টোরে অসঙ্গতি খুঁজে পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”