ফেনীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে এক যুবককেপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম তৌহিদুল ইসলাম। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফেনী সরকারি কলেজের সামনের সড়কে তৌহিদুল ইসলাম নামের এক যুবক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দেন। তিনি একজনকে বিদেশে পাঠানোর কথা বলেন। পরে আচারণ সন্দেহজনক হলে তাকে আটক করে মারধর করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন। পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য তৌহিদকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। তার কাছে স্পেশাল ব্রাঞ্চের একটি পরিচয়পত্র পাওয়া যায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট শাখায় কর্মরত বলে পরিচয়পত্রে উল্লেখ আছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।