• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

উপজেলা কমপ্লেক্সের চারতলায় বিষধর সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০১:৩৮ পিএম
উপজেলা কমপ্লেক্সের চারতলায় বিষধর সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারতলায় একটি বিষধর সাপ পাওয়া গেছে। এতে ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলা হয়েছে।
জানা গেছে, উপজেলা কমপ্লেক্সের চারতলার বারান্দায় বিষধর সাপটিকে দেখতে পান কর্মচারীরা। এরপর সাপটিকে রাসেলস ভাইপার মনে করে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, “আমার অফিসের দরজা-জানালার পর্দা লাগানোর রাসেলস ভাইপারের মতো একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলেন কর্মচারীরা। যদিও এটি রাসেলস ভাইপার মনে হচ্ছে না। তবে আতঙ্কের বিষয় হলো চারতলায় সাপটি কীভাবে এলো? কোনো জঙ্গল কিংবা ছাদবাগান নেই।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!