প্রেমিকার বাড়িতে বিষ পানে প্রেমিকের আত্মহত্যা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০১:০৩ পিএম
প্রেমিকার বাড়িতে বিষ পানে প্রেমিকের আত্মহত্যা
লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন দুলু নামের এক প্রেমিক।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকার আব্দুল আজিজের ছেলে দুলুর (১৮) সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিল। তারা বিয়ে করতে চাইলে দুই পরিবারের আপত্তি ওঠে।

শুক্রবার মধ্যরাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে যান দুলু। কিন্তু বাড়িতে গিয়ে তাকে না পেয়ে বিষ পান করেন দুলু।

তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, বিষয়টি তিনি জেনেছেন। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!