• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৯:১৪ পিএম
প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ।

ইমরান শেখ বলেন, “সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।”

যে স্থানে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!