• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৬:৩০ পিএম
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে চিতই, পাটিসাপটা, নকশি, ভাজা, দুধ চিতই, নারকেল পিঠা, রস চিতই, তাল পিঠাসহ ২৫ ধরনের পিঠা নিয়ে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) শহরের ধোপাখোলা এলাকায় সাংস্কৃতিক সংগঠন নন্দন কাননের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

জানা যায়, ৪টি দলে বিভক্ত হয়ে স্থানীয় ৪০জন নারী এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অতিথিরা মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে নন্দন কাননের সভাপতি ডা. মায়া রাণীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মো. আলমগীর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, লেখক ও সাহিত্যিক সুবাস চন্দ্র বিশ্বাস প্রমুখ।

পিঠা উৎসবের আয়োজকরা বলেন, গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এ উদ্যোগ। আগামিতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Link copied!